শিরোনাম: |
খালেদা জিয়া আয়েশ করে পায়েস খান জেলখানায়
দেশসংবাদ ডেস্ক :
|
![]() খালেদা জিয়া আয়েশ করে পায়েস খান জেলখানায় সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে নানা খেলা শুরু হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জনগণের জন্য কাজ করছি এবং করে যাব। আমরা চাই অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। তিনি আরও বলেন, ‘জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন। সেখানে খালেদা জিয়া আয়েশ করে পায়েস খান। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন।' খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) আদালতের রায়ে জেলে আছেন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার এত বাঘা বাঘা আইনজীবী, তারা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি। রাজশাহীতে বিএনপি নেতার গ্রেফতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। তারা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চায়। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নয় বছরে জনগণের জন্য যে কাজ করেছি তা জনগণের মধ্যে তুলে ধরতে হবে। মনে রাখবেন নিজেদের প্রচার নিজেদেরই করতে হবে। কোথাও আমি দলীয় কোন্দল দেখতে চাই না। প্রার্থী নিয়ে কোন অজুহাত শুনতে চাই না। নৌকার পক্ষে সবাই কাজ করবেন। দেশসংবাদ/এসএম
|
মতামত দিতে ক্লিক করুন
|