শিরোনাম: |
নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
ভজন দাস, নেত্রকোনা :
|
নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলেন, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের দূর্গাপুর ফাইস্কা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল আজিজ (৪০)। জেলা জজ আদালতের পিপি (চলতি দায়িত্বে) সাইফুল আলম প্রদীপ জানান, নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জয়নগর গ্রামের মোহাম্মদ আলীর সাথে পাশবর্তী দূর্গাপুর ফাইস্কা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল আজিজের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১১ সালে ১২ই আগষ্ট বিকাল সোয়া ৫টার দিকে মোহাম্মদ আলী আছরের নামাজ পড়ে মসজিদের পাশে আব্দুল খালেকের চায়ের দোকানে অন্যান্যদের নিয়ে চা খাচ্ছিল।এ সময় আব্দুল আজিজ গংরা মোটর সাইকেলে এসে ধারালো দা দিয়ে নৃসংশ ভাবে কুপিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে মতি মিয়া বাদী হয়ে ঐদিন রাতেই আব্দুল আজিজ, আব্দুল গনি, আব্দুল রশিদকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২রা ডিসেম্বর তিন আসামীর বিরুদ্ধেই আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামী আব্দুল আজিজের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার অপর দুই আসামী আব্দুল গনি ও আব্দুর রশিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নাসির উদ্দিন মাহবুব। দেশসংবাদ/প্রতিনিধি/এসটি |
মতামত দিতে ক্লিক করুন
|