Published : Saturday, 27 July, 2019 at 12:29 PM, Update: 27.07.2019 1:40:52 PM
রুশ তেলের ট্যাংকার আটক
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার আটক করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা বাহিনী দক্ষিণপশ্চিম অঞ্চলের ইজমাইল বন্দর থেকে তেলের ট্যাংকারটি আটক করে।
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার আটক করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা বাহিনী দক্ষিণপশ্চিম অঞ্চলের ইজমাইল বন্দর থেকে তেলের ট্যাংকারটি আটক করে।
সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গত নভেম্বরে কৃষ্ণসাগরের কার্চ প্রণালিতে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজগুলোর পথ অবরোধ করে রাশিয়ার পতাকাবাহী ‘নিকা স্পিরিট’ নামের এই জাহাজ। এ কারণে এই জাহাজকে আটক করা হয়েছে। তখন ট্যাংকারের নাম ছিল ‘নেইমা’।
অনলাইন মেরিন ট্রাফিকের তথ্য মতে, জাহাজটি ইউক্রেনিয়ান-রোমানিয়ান সীমান্তে অবস্থান করছে। ইউটিউবে তেল ট্যাংকারটির একটি ভিডিও পোস্ট করেছে ইউক্রেন।