শিরোনাম: |
স্বপ্নের বাসর
রিমি সিকদার
|
![]() স্বপ্নের বাসর রিমি সিকদার পড়ন্ত বিকেলে ঝাঁক উড়ন্ত পাখিরা' কিচির মিচির করে ওরাতো ডাকছে, ভালোবেসে গড়া তারা মিলন বার্তায়। আজ শুধুই সুখের নীঁড়টি খুঁজছে। দুটি চোখে স্বপ্ন ছিলো রেখে হাত হাত, ভালোবেসে কেটে যাবে দুজন আজিকে জোছনা ডাকা স্বপ্নের সে বাসর রাত । এমনই একটি স্বপ্ন ছিলো আমারই!! অল্প অল্পতা তোমায় শুধু ভালোবেসে সেই স্বপ্ন ভেজ্ঞে দিলে, তুমি অবশেষে। দেশসংবাদ/প্রতিনিধি/এনকে |
মতামত দিতে ক্লিক করুন
|