শিরোনাম: |
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
১৭ এপ্রিলের আগেই মুজিবনগরে নতুন প্রকল্পের কাজ শুরু
লিটন মাহমুদ, মেহেরপুর
|
![]() ১৭ এপ্রিলের আগেই মুজিবনগরে নতুন প্রকল্পের কাজ শুরু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের সচিব এসএম আরিফ-উর- রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাস প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ঐতিহাসিক মুজিবনগরে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরে অন্যতম তির্থস্থান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রটি অন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এক হাজার কোটি টাকার বরাদ্দের ঘোষনা দিয়েছেন। সেই আলোকে আমরা স্থাপত্য নকশা তৈরি করেছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য আজকের এই সভা। আমরা আশা করছি আগামি ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আগেই নতুন এই প্রকল্পের কাজ শুরু হবে। দেশসংবাদ/প্রতিনিধি/আলো |
মতামত দিতে ক্লিক করুন
|