মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মতিন।
মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় ছবক দান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল হক, কুমিল্লা আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক, চৌদ্দগ্রাম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক আনসারি, মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম মজুমদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইদ্রিস মিয়াজী, সিংরাইশ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আ ন ম মোখলেছুর রহমান নোমান, মাওলানা নাজমুল হুদা, মাওলানা জাকারিয়া প্রমুখ।