পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস' ইউনিয়ন, মালয়েশিয়া (বিএসইউএম) আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ ঈদ উৎসব ও ডিনার পার্টি। আগামী ১১ আগস্ট কুয়ালালামপুরের সেটাপাক ফুসাত বাহাসা মায়া হল রুমে এই ঈদ উৎসব ও ডিনার পার্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি পিএইচডি গবেষক ফয়জুল হকের তত্তাবধানে এবং সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ঈমনের পরিচালনায় এ অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবস্থানরত সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করবে বলে আশা ব্যাক্ত করেছেন সংগঠনের আয়োজকবৃন্দ।
সংগঠন সূত্রে জানা যায়, ইতিমধ্যে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা গুগলে ফর্ম পূরণ করেছে, আর যারা এখনো পূরণ করেনি আজকের মধ্যে গুগল ফর্ম পূরণ করার জন্য সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।