শিরোনাম: |
ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে
অনিক সাফওয়ান, ঝিনাইদহ
|
![]() ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুল কাদের এই তথ্য জানান। তবে সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বেশি বলে তিনি জানান। আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যাবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী রয়েছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে গত ৬ জুলাই প্রথম ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ার পর এই ৩৪ দিনে গড়ে প্রতিদিন ৩ জন করে ডেঙ্গু রোগে আক্রন্ত হচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার। এখন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে একটা ভীতি কাজ করছে। পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুল কাদের জানান, সদরের বাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু আক্রান্তদের তথ্য তাদের কাছে নেই। তাই ডেঙ্গুর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। দেশসংবাদ/প্রতিনিধি/আলো |
মতামত দিতে ক্লিক করুন
|