শিরোনাম: |
আ.লীগের মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তির সমর্থনে রংপুরে শোভাযাত্রা
আফরোজা বেগম, রংপুর :
|
![]() আ.লীগের মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তির সমর্থনে রংপুরে শোভাযাত্রা মঙ্গলবার (২০ আগষ্ট) রংপুরে নগরীর শাপলা চত্বর থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, মহানগর আওয়ামী স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি দুলাল, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওছার মামুন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সাজু প্রমুখ। এতে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা ও গণমিছিলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তুষার কান্তি মন্ডলের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার শোভা পায়। দেশসংবাদ/প্রতিনিধি/এসআই
|
মতামত দিতে ক্লিক করুন
|