শিরোনাম: |
নান্দাইলে ঘাসফুল শিশু ফোরাম’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ
|
নান্দাইলে ঘাসফুল শিশু ফোরাম’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুদের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল এবং পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ![]() নান্দাইলে ঘাসফুল শিশু ফোরাম’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত এ সমাবেশে শিশু প্রতিনিধিরা তাদের বক্তব্যে ‘শিশুদের বাল্য বিবাহ, মাদকাসক্ত ও শারীরিক সহিংসতা বন্ধ, শিশু অধিকার নিশ্চিতকরণ,ধর্মীয় গুড়ামি বন্ধ,স্কুল থেকে ঝরে পড়া রোধসহ তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা ও এর সমাধানে কাজ করে যাচ্ছে’ বলে জানায়। তার আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি (এরিয়া প্রোগ্রাম)’র নান্দাইল এপি’র এক্টিং ম্যানেজার জিনিয়া গ্লোরিয়া মং এর শুভেচ্ছা বক্তব্যের পর শিশু প্রতিনিধিরা তাদের নিজ নিজ ফোরামের প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে সুন্দর দলীয় উপস্থাপনা ও কার্যকর অংশগ্রহণের জন্য সেরা ৩টি ‘শিশু ফোরাম’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশসংবাদ/এফএইচ/mmh |
মতামত দিতে ক্লিক করুন
|