শিরোনাম: |
হাবিপ্রবি’র ১৩৩ জন শিক্ষকের মাঝে চেক হস্তান্তর
আব্দুল মান্নান, হাবিপ্রবি
|
![]() হাবিপ্রবি’র ১৩৩ জন শিক্ষকের মাঝে চেক হস্তান্তরহাবিপ্রবি’র ১৩৩ জন শিক্ষকের মাঝে চেক হস্তান্তর রবিবার (১৭ নভেম্বর ২০১৯) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম -২ এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে ২০১৯-২০ অর্থবছরে শিক্ষকদের গবেষণা প্রকল্পের জন্য এই চেক বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড.মো.তারিকুল ইসলাম। ![]() হাবিপ্রবি’র ১৩৩ জন শিক্ষকের মাঝে চেক হস্তান্তর আইআরটির পরিচালক বলেন, তথ্য আদান প্রদানকে সহজলভ্য করতে আমি এসে আইআরটি সেক্টরকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিয়েছি। এটি হলে আপনারা নিজে থেকেই তথ্য আপলোড করতে পারবেন ও দেখতে পাবেন। সময় নষ্ট করে আর আপনাদের আইআরটি অফিসে আসার দরকার হবে না। এরপরেও কোন সমস্যার মুখোমুখি হলে আমাদের জানাবেন যতদ্রুত সম্ভব আমরা সেটি সমাধান দেয়ার চেষ্টা করবো। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রকল্প তত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন । দেশসংবাদ/প্রতিনিধি/এসআই/mmh
|
মতামত দিতে ক্লিক করুন
|