ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২ জুন ২০২০ || ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭
Desh Sangbad
শিরোনাম: ■ ইসরাইলি বাহিনীকে পশ্চিম তীর দখলে প্রস্তুতির নির্দেশ ■ অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র, গুলিতে চোখ হারালেন নারি সাংবাদিক ■ করোনা উপসর্গে মৃত্যু বেশি, মৃত্যুর পর নমুনা ■ আইসিইউতে মোহাম্মদ নাসিম ■ স্বাস্থ্যসুরক্ষা শুধু বাসস্ট্যান্ডেই, চলছে অতিরিক্ত যাত্রী বহন ■ লোভ দেখিয়ে বিদেশ নেওয়া বন্ধ করতে হবে ■ করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম ■ ডিপিএসসহ ব্যাংকে আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা ■ রাশিয়ায় লকডাউন শিথিলের দিন আক্রান্ত ৯ হাজার ■ কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি ■ বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র, ৪০ শহরে কারফিউ ■ সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ
নরসিংদীতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত
বেনজির আহমেদ বেনু, নরসিংদী
Published : Wednesday, 8 April, 2020 at 6:48 PM
Zoom In Zoom Out Original Text

নরসিংদীতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

নরসিংদীতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

লকডাউন করা হয়েছে  নরসিংদী জেলা,  শহরের মেঘনার দক্ষিণে বৃহত্তর চরাঞ্চল ও শহরের বড় বাজারে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছেন। জেলায় ইতোমধ্যেই ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার দিনব্যাপী সেনাবাহিনী বৃহত্তর চরা ল ও শহরে অভিযান পরিচালনা করেন। 

এসময় রাস্তার পাশে বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য মাইকিং করে সচেতন করা হয় ও ভাতের দোকান ও স্যালুন বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহ: কারী ভূমি কমিশনার মোঃ শাহ্ আলম মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন আক্তার ফেরদৌস। 

নরসিংদীতে নতুন করোনা আক্রান্ত রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি ঔষধ কোম্পানীতে নারায়ণগঞ্জে চাকুরিরত ছিলেন। 

এ নিয়ে নরসিংদীতে করোনা আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৩ জনে। যার মধ্যে সদর উপজেলার একজন ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকী দুজনের মধ্যে একজন কুয়েত মৈত্রী হাসপাতালে ও অপরজন স্থানীয় ভাবে আইসোলেশনে আছেন। 

এর আগে সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় একজন করোনা আক্রান্ত হন, তিনিও নারায়ণগঞ্জে এর আগে গত সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় প্রথম করোনা আক্রান্ত হন, তিনিও নারায়ণগঞ্জে চাকুরি করতেন। এর ফলে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও রায়পুরা উপজেলার পলাশতলী এবং মির্জানগর ইউনিয়ন লকডাউনে রয়েছে। 

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধে জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করেন। করোনা উপসর্গ দেখা দেয়ার পর চারদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। রবিবার আইইডিসিআর এ তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তার করোনা পজিটিভ। উভয় পরিবারের সদস্যদেরই রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। ওই এলাকা লকডাউন করে দেয়া হয়েছে। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় ঢাকায় আইসোলেশনে প্রেরন করা হবে।

দেশসংবাদ/প্রতিনিধি/আইশি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   সেনাবাহিনী  
আপনার মতামত দিন
আরো খবর
করোনা আপডেট
মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
English Version
More News...
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
এনামুল হক ভূঁইয়া
যোগাযোগ
ফোন : ০২ ৪৮৩১১১০১-২
মোবা : ০১৭১৩ ৬০১৭২৯, ০১৮৪২ ৬০১৭২৯
ইমেইল : [email protected]
Developed & Maintenance by i2soft
logo
up