শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের ঈদসামগ্রী বিতরণ
টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ
|
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের ঈদসামগ্রী বিতরণ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম মাঠে ৩৫০ টি কর্মহীন পরিবারের মাঝে ঈদসামগ্রী ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ টি সাবান তুলে দেন পুলিশ সুপার এ এসএম আবদুর রকিব। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন ও ওসি (অপারেশন) মিন্টু আলী। পুলিশ সুপার আব্দুর রকিব জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যদের বোনাসের একটি অংশ থেকে ঈদের প্রাক্কালে কর্মহীন ও অসহায়দের মাঝে এসব সামগ্রী সহায়তা দেয়া হয়। দেশসংবাদ/প্রতিনিধি/আইশি
|
আপনার মতামত দিন
|