Published : Sunday, 14 June, 2020 at 11:57 AM, Update: 14.06.2020 12:36:45 PM
চুয়াডাঙ্গায় অদ্ভুত কন্যা শিশুর জন্ম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে অবস্থিত মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোমে শনিবার রাতে এক প্রসূতি মা একটি অদ্ভুত আকৃতির মৃত কন্যা শিশুর জন্ম দিয়েছেন। শিশুটির লিভার, হার্ট, কিডনি, নাড়িভুঁড়ি সব কিছুই পেটের বাইরে বের হয়ে যায়। অদ্ভুত শিশুর জন্মের কথা এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিকে উৎসুক জনতার ভিড় জমে ওঠে।
প্রসুতির পারিবারিক সুত্র জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মামুন হোসেনের অন্তঃসত্বা স্ত্রী লাফিদা খাতুন (২০) ঘটনার দু’দিন আগে থেকেই পেটের যন্ত্রনায় বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহন করেন। কিন্তু কোন কিছুতেই তিনি প্রশান্তি না পাওয়ায় পরিবারের লোকজন তাকে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর শহরের মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোমে ভর্তি করেন। সে সময়ও প্রসুতি লাফিদা খাতুন পেটের ব্যথায় ছটফট করছিলে এবং রক্তক্ষরণ হতে থাকে। পেটের বাচ্চাও নড়াচড়া করছিল না। এ অবস্থায় ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার তাকে আল্ট্রাসনো করার পর পেটের বাচ্চা মারা গেছে মর্মে সন্দেহ করেন।
এমন পরিস্থিতিতে প্রসুতির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লিনিকের চিকিৎসক দম্পত্তি ডা. রফিকুল ইসলাম ও ডা.জুলিয়েট পারউইন রাত সাড়ে ১০ টার দিকে ওই প্রসূতি মাকে অস্ত্রোপচার করলে অদ্ভুত কন্যা শিশুটির জন্ম হয়। এমন শিশুর জন্ম হওয়ায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, অন্তঃসত্বা লাফিদা খাতুনকে অপারেশনের পর একটি মরা কন্যা শিশু বাচ্চার জন্ম হয় এবং সদ্যজাত শিশুটির হার্ট, কিডনি, লিভারসহ পেটের ভিতরের সব কিছুই ছিল পেটের বাইরে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান