Published : Friday, 26 June, 2020 at 5:43 PM, Update: 26.06.2020 7:59:54 PM
টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ রোহিঙ্গা ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন।
ইকবাল হোসেন বলেন, শুক্রবার দুপুরে শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সন্ধানের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ অবস্থায় ডাকাত বাহিনী পাহাড়ের ভেতরে চলে যায়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় চার রোহিঙ্গা ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান