Published : Sunday, 19 July, 2020 at 11:56 PM, Update: 19.07.2020 11:59:43 PM
বাবা আক্রান্ত, সাকিবের বাড়ি লকডাউন
সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার, ১৯ জুলাই দুপুরে মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেন।
ডা. সালাম জানান, ‘গত শুক্রবার সাকিবের বাবা মাসরুর রেজা করোনাভাইরাস টেস্ট করান। আজ রোববার (১৯ জুলাই) তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে থাকছেন। বাড়তি নিরাপত্তার জন্য মাগুরার কেশব মোড়ের তার বাসা লকডাউন করা হয়েছে।’
ক্রিকেটার সাকিব আল হাসান এখন নিউইয়র্কে আছেন তার স্ত্রী ও দুই কন্যার সঙ্গে। করোনাভাইরাস মহামারি দুযোর্গের শুরুর দিক থেকেই সাকিব নিউইয়র্কে আছেন।
সাকিবের বাবা করোনাভাইরাস পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা বেশ ভাল আছে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাম। তিনি বলছিলেন-‘ মাসরুর রেজার শারীরিক অবস্থা বেশ ভাল। হাসপাতালে চিকিৎসা নেয়ার তার কোন প্রয়োজন নেই এখন। তারপরও আমরা তাকে নিয়মিত ফলোআপে রাখছি।
মাগুরা জেলায় করোনাভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানান ডা. সালাম। ১৯ জুলাই পর্যন্ত এই জেলায় ৩১০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান