করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গে আগস্টে ৯ দিন কঠোর লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনার এই ভয়াবহ বিস্তার ঠেকাতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ লকডাউন চলবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।খবর আনন্দবাজার পত্রিকার।
তবে প্রতি সপ্তাহে সম্পূর্ণ লকডাউন থাকবে দু’দিন করে।এ সময় বন্ধ থাকবে স্কুল-কলেজও।
মমতা বলেন, প্রতি সপ্তাহে শনি-রোববার সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা চলছে।চলতি সপ্তাহে বুধবার লকডাউন থাকছে।আর ১৫ অগস্ট শনিবার পড়ায় তার পরের দিন রোববার লকডাউন থাকছে।৩১ আগস্ট পর্যন্ত এ নিয়মই চলবে।
মু্খ্যমন্ত্রী জানান, আগামী বুধবার এবং রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন যেমন ছিল তেমনই থাকবে।
শনিবার ঈদ এবং সোমবার রাখি, তাই রোববার লকডাউন হবে। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ আগস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে পশ্চিমবঙ্গে। দেশসংবাদ/জেআর/এনকে
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান