Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট ■ আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ ঢাকা ■ আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ ■ এবার বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল চাইলো ত্রিপুরা ■ মমতার বক্তব্যে বিএনপি মহাসচিবের কড়া প্রতিক্রিয়া ■ স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন ■ আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ
কৃত্রিমভাবে মৌমাছি চাষে স্বাবলম্বী হলেন মোক্তার
Published : Wednesday, 19 August, 2020 at 10:37 PM

কৃত্রিমভাবে মৌমাছি চাষে স্বাবলম্বী হলেন মোক্তার

কৃত্রিমভাবে মৌমাছি চাষে স্বাবলম্বী হলেন মোক্তার

দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে কৃত্রিমভাবে মৌমাছি চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়ার যুবক মোক্তার হোসেন (৩৫)। জেলার কুমারখালীর সদকী ইউনিয়নের মট মালিয়াট গ্রামের কয়েকশ বিঘা জমিতে ফুটেছে কচুরিপানা ও শাপলা ফুল।  মাঠে পানি থাকায় ফুল হয়ে উঠেছে তরতাজা।  সেই ফুলে মৌমাছি ছেড়ে দিয়ে মোক্তার হোসেন সংগ্রহ করছেন মধু।

খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের মোক্তার হোসেন কুমারখালী, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মৌসুমে মৌ-বাক্সের মাধ্যমে মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে জীবিকা নির্বাহের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হয়েছেন।

জানা যায়, প্রায় দশ বছর আগে মোক্তার হোসেন জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছিলেন।  সেখান ইলেক্ট্রিক কাজ করতেন।  কয়েক বছর পর ফিরে এসে স্বাবলম্বী হওয়ার জন্য মৌমাছি চাষের প্রশিক্ষণ নেন। এরপর গাইবান্ধা জেলার একটি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করেন। হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাকরি ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে শুরু করেন ভ্রাম্যমাণ মধু আহরণ। বছরে পাঁচ থেকে সাত মাস মধু আহরণ করে তার আট থেকে দশ লাখ টাকা আয় হয়।

মোক্তার হোসেন বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বিদেশ গিয়েছিলাম।  কিন্তু সেখানে তেমন একটা সুবিধা করতে পারিনি।  বাড়ি ফিরে মধু আহরণের জন্য প্রশিক্ষণ নিয়ে ৩ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। আমার বর্তমানে ১৫০টি মৌ-বাক্স আছে। তা থেকে প্রতি সপ্তাহে ১৫০-১৭০ কেজি মধু সংগ্রহ করি।  বছরে ৮ থেকে ১০ লাখ টাকার মধু বিক্রি করি। মৌমাছির খাবার ও অন্যান্য খরচ বাদে ৪-৫ লাখ টাকা লাভ হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস বলেন, ‘মৌ চাষে প্রান্তিক চাষি ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে হবে।  উপজেলায় এ বছর ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পানি থাকায় শাপলা ও কচুরিপানার ফুল ফুটেছে। সেখান থেকে মোক্তার মধু সংগ্রহ করছে। তার দেখাদেখি অনেক বেকার যুবক কৃত্রিমভাবে মৌমাছি চাষে আগ্রহ দেখাচ্ছে।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
বাজারে সবজিতে সয়লাব বাজার; নাগালে নেই দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
বাজারে যাওয়ার আগে জেনে নিন সবজির মূল্য
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষিবাজার
অর্থনীতি ডেস্ক
Thursday, 24 October, 2024
৭ হাজার টাকায় একটা ইলিশ!
কুয়াকাটা প্রতিনিধি
Tuesday, 8 October, 2024
বৃষ্টির অজুহাতে সবজির বাজার অস্থির!
অর্থনীতি ডেস্ক
Friday, 4 October, 2024
বিশ্ববাজারে চালের দাম বেশি
অর্থনীতি ডেস্ক
Saturday, 7 September, 2024
কমেছে মুরগি, বাড়েনি সবজির দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 8 August, 2024
তীব্র শীতে ফসলের ক্ষতির আশঙ্কা
বিবিসি বাংলা
Monday, 15 January, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up