Published : Saturday, 19 September, 2020 at 10:41 AM
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল ঘোষণা
লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।
অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। এদিন ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। ১৩ অক্টোবর প্রতিপক্ষ বলিভিয়া।
বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে ইতিমধ্যে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি।
তবে অ্যাংহেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
ইনজুরির কারণে অ্যাগুয়েরো ছিটকে পড়লেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ডি মারিয়াকে কেন স্কোয়াডে রাখা হয়নি তাতে বিস্মিত অনেকেই। দলে ফিরেছেন আলেহান্দ্রো গোমেজ। ডাক পেয়েছেন আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনজ।
আগামী মাসে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে নীল-সাদা জার্সির দল।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান