শিরোনাম: |
জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পিরোজপুরে নৌ-বন্ধন
মো: তামিম সরদার, পিরোজপুর
|
জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পিরোজপুরে নৌ-বন্ধন নৌ-বন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে। তেমনি হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। বাড়ছে সাইক্লোন, বজ্রপাত সহ আরো প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনের ফলে অসহায় হয়ে জীবন যাপন করছে হাজার হাজার পরিবার। গাছ কেটে বন ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা। মরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে গর্ভের ভ্রুণ পর্যন্ত নষ্ট হচ্ছে। যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পিরোজপুরে নৌ-বন্ধন বক্তারা আরো বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বায়ক মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: তামিম সরদার, পিরোজপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সাংবাদিক ফেরদৌস রহমান ও মাহাবুবুল আলম প্রমুখ। পৃথিবীব্যাপী প্রতিবছর সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ পালন করা হয়, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ পৃথিবীর সকল দেশের মানুষ নিজের দেশের সমস্যা তুলে ধরেন এবং বিষয়গুলো সমাধান করতে জোর দাবি জানান। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh |
আপনার মতামত দিন
|