শিরোনাম: |
সাকিব এখন পাইকারি আড়তদার!
দেশসংবাদ ডেস্ক
|
সাকিব আল হাসান তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোন বিজ্ঞাপনের শুটিং-এ ছবি হবে। কি হবে, হয়তো ভবিষ্যতে জানা যাবে। গাজী মিজানুর রহমান নামে এক ভক্ত লিখেছেন- এই তো আর কিছুদিন পর লাল-সবুজের প্রিয় জার্সিতে দেখা যাবে আমাদের প্রিয় বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আরিপুর ইসলাম মুন্না লিখেছেন, বসার ধরনটা অসাধারণ, ভালোবাসা রইলো আপনার প্রতি, দ্বিগুন শক্তি নিয়ে আবার ক্রিকেটে ফিরে আসেন সে কামনা করি সামিহা জাহান শিপা লিখেছেন, আহা জীবন! আজ যদি শিশিরকে বিয়ে না করে তুমি আমায় বিয়ে করতে আমি কখনোই তোমাকে মুদি দোকানি বানাতামনা, চারটা ডাল ভাতে হ্যাপি থাকতাম। তুমি আমায় বুঝলেনা সাকিব। ফাহিম আবদুল্লাহ লিখেছেন, আমাকে এতবছর এত প্যানপ্যানানির পরেও কোনো ব্যবসা করতে দিবে না বলা আমার আব্বু আম্মু এই ছবি দেখে সাথে সাথেই রাজি হয়ে গেলো আজকে..!! অনেক ধন্যবাদ সাকিব্বাই!! আদনান আবদুল্লাহ লিখেঠেন, এক্কেবারে ঠিক কাজ করছেন ভাই আইপিএলে ন গিয়ে দোকানে বসছেন ফালতু রাজনীতি বাজে চিন্তা করে না এটাই চাল বিক্রি করেন সঠিক মূল্য ইনশাআল্লাহ কামিয়াব হবেন সম্মান বজায় থাকবে শুভকামনা রইল। বাদশা ওমর লিখেছেন, সাকিব ভাই, রেস্টুরেন্টের ব্যাবসায় কি ভাটা পড়ছে? এক্কেবারে আড়তদার হইয়া গেলেন, বাংলালিংক নাম্বারটা দিচ্ছি বাসায় একপোয়া পিয়াজ পাঠাইয়া দিয়েন! দামটা একটু কমই রাইখেন, বাংলালিংক নাম্বার তো!!!! হুমায়রা হিমু লিখেছেন, কিছুক্ষণের জন্য আমি অবাক হয়ে গেছিলাম, মানুষটাকে চেনা চেনা লাগছে, পরে তিনটা চশমা লাগায় দেখি ওমা এটাতো আমাগো সাকিব ভাই, খারাপ লাগছেনা,, কিউটও লাগছে,, ঝাক্কাস। তবে সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমিরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএতে ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব। কি অনুশীলন করছেন, তা জানার কোন উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব। অবশেষে সাকিবের এমন ছবি দেখে, স্বস্তির নিঃশ্বাস হয়তো ফেলেছেন তার ক্রিকেটপ্রেমিরা। দেশসংবাদ/এনডি/এফএইচ/এইচএম |
আপনার মতামত দিন
|