শিরোনাম: |
রোহিঙ্গা সংকটে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
দেশসংবাদ, ঢাকা
|
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও সহযোগিতা চায় বাংলাদেশ পরে মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধানে আগ্রহী এবং এজন্য বন্ধু রাষ্ট্র যেমন চীনের আরও সম্পৃক্ততা আমরা আশা করি। তিনি বলেন, ‘এর আগে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা এ ধরনের আরও একটি বৈঠকের জন্য চীনকে উদ্যোগী হওয়ার জন্য বলেছি।’ পররাষ্ট্র সচিব বলেন, ‘এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক, চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি আছে, ওই কমিটির বৈঠক অনেকদিন ধরে হচ্ছে না। সেটিও যাতে হয় তার জন্য বলেছি।’ চীনের রাষ্ট্রদূত কী প্রতিক্রিয়া জানিয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘রাষ্ট্রদূত ব্ষিয়টি বেইজিংকে জানাবেন এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন। দেশসংবাদ/বাট্রি/এসআই
|
আপনার মতামত দিন
|