শিরোনাম: |
অসুস্থ এমপি বাবলার খোঁজ নিলেন রওশন এরশাদ
দেশসংবাদ, ঢাকা
|
অসুস্থ এম.পি বাবলার খোঁজ নিলেম রওশন এরশাদ মঙ্গলবার দুপুরে বাবলার সহধর্মিনী সালমা হোসেনের কাছে ফোন করে খোঁজ খবর নেন বলে জানিয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলার প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সাংবাদিক সুজন দে। এসময় বাবলার স্ত্রী সালমা হোসেন রওশন এরশাদকে বাবলার বর্তমান শারিরীক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান। এর আগে জাতীয় পার্টি'র চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, জাপা'র মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রয়াত এরশাদের পুত্র সাদ এরশাদ এম.পি সহ জাতীয় পার্টি'র অসংখ্য নেতাকর্মীরা ও বাবলার খোঁজ খবর নেন । এ ছাড়া গত ৫দিন ধরে শ্যামপুর, কদমতলী থানার আওয়ামীলীগের ও জাতীয় পার্টি'র নেতা নেতাকর্মীরা ও অসুস্থ বাবলাকে দেখার জন্য হাসপাতালে ভীড় করেন। এদিকে বাবলার আরোগ্য কামনা করে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি'র সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের ব্যক্তিগত উদ্যেগে কাকরাইলে জাতীয় পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি'র নেতাকর্মীরা। দেশসংবাদ/জেএন/এসআই
|
আপনার মতামত দিন
|