Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর ইরানের অস্বীকার ■ বাবা-মা-দাদির পরে চলে গেল লামিয়াও ■ বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১৩ সদস্য ■ ইরানে ইসরায়েলের হামলা শুরু ■ মিলানকে হারিয়ে সেমিতে রোমা ■ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ চলছে ■ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু
বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই করবে জাতিসংঘ
Published : Thursday, 9 November, 2023 at 12:28 PM, Update: 09.11.2023 12:43:29 PM

জাতিসংঘ

জাতিসংঘ

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা (এক্সামিন) করবে জাতিসংঘ। আগামী ১৩ নভেম্বর সোমবার জেনেভায় অনুষ্ঠেয় মিটিংয়ে এই যাচাইকরণ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। এই পর্যালোচনা যাচাই হবে জেনেভায় রুম-২০, প্যালেস ডেস ন্যাশনসে।

জাতিসংঘ জানিয়েছে, এই অধিবেশনে যে ১০টি দেশের বিষয়ে পর্যালোচনা করা হবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে। ইউপিআর ওয়ার্কিং গ্রুপ মানবাধিকার কাউন্সিলের ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তবে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেক দেশ পর্যালোচনায় অংশ নিতে পারে।

এতে তিনটি ক্যাটাগরিতে রিভিউ করা হবে।

ক. জাতীয় প্রতিবেদন-পর্যালোচনাধীন রাষ্ট্রের দেওয়া তথ্য।

খ. নিরপেক্ষ মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ, যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তিবিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার দেওয়া রিপোর্টের তথ্য।

গ. জাতীয় মানবাধিকারবিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপসহ অন্য অংশীদারদের দেওয়া তথ্য।

ইউপিআর হলো জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি সংগঠন। ২০০৮ সালের এপ্রিলে এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সব দেশ নিয়ে তিনবার পর্যালোচনা করা হয়েছে।

রাষ্ট্রগুলো পূর্বের শুনানিতে যেসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তা সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করে দেখা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশের পর্যালোচনাকারী হিসেবে যে তিনটি দেশ র‍্যাপোর্টিউর হিসেবে প্রতিনিধিত্ব করেছে তারা হলো- কিউবা, পাকিস্তান ও রোমানিয়া। এতে বাংলাদেশের জন্য যেসব সুপারিশ করবে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ তা বুধবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গৃহীত হওয়ার শিডিউল আছে।

দেশসংবাদ/এমএইচ/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ   বাংলাদেশ   মানবাধিকার   বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই করবে জাতিসংঘ  


আপনার মতামত দিন
জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 14 April, 2024
চলছে বিরল সূর্যগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 9 April, 2024
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি জনের খাবার অপচয়
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 28 March, 2024
ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 24 February, 2024
নব্বই হাজার সেনার বিশাল মহড়া ন্যাটোর
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 19 January, 2024
বাংলাদেশের নির্বাচন নিয়ে যা জানাল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 22 December, 2023
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up