Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ■ ‘ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ’ ■ গড়ে ৮২ কেজি খাবার নষ্ট করেন একজন বাংলাদেশি ■ জিম্মি নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা ■ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী ■ ‘বাবর ইন, শাহিন আউট’ ■ কাশ্মীরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০
চ্যাটজিপিটি ও ওপেনএআইয়ে নাটকীয় পরিবর্তন
Published : Saturday, 18 November, 2023 at 12:00 PM

চ্যাটজিপিটি ও ওপেনএআই

চ্যাটজিপিটি ও ওপেনএআই

বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি, ড্যাল-ই ৩, জিপিটি-৪ এর মতো বিশ্বখ্যাত চ্যাটবটগুলোর উদ্ভাবক হলো এই ওপেনএআই। বরখাস্ত হওয়ায় ওপেনএআইয়ের বোর্ড অব ডিরেক্টরসের পদও ছাড়তে হবে স্যাম আল্টম্যানকে।

ওপেনআই তাদের অফিসিয়াল ব্লগে একটি পোস্টে জানিয়েছে, প্রতিষ্ঠানের বোর্ডের সুচিন্তিত পর্যালোচনার পর অ্যাল্টম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পোস্টে আরও জানানো হয়, বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অ্যাল্টম্যান অকপট ছিলেন না। এরমাধ্যমে প্রতিষ্ঠানের যে দায়িত্ব আছে সেটি বাধাগ্রস্ত হচ্ছিল। ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অ্যাল্টম্যানের ওপর বোর্ডের আর কোনো ভরসা নেই।

বরখাস্ত হওয়ার পর অ্যাল্টম্যান মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ওপেনএআইয়ের সঙ্গে থাকা সময়গুলোকে আমি ভালোবাসি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে যুগান্তকারী ছিল। আশা করি বিশ্বের জন্যও কিছুটা ছিল। এ ধরনের মেধাবি মানুষের সঙ্গে কাজ করার বিষয়টিকে খুবই পছন্দ করেছি। পরবর্তীতে কি হবে এ ব্যাপারে অনেক কিছু বলার আছে।

ওপেনএআইয়ে নেতৃত্বে হঠাৎ এ নাটকীয় পরিবর্তনের মাধ্যমে দেখা যাবে গ্রেগ ব্রোকম্যান— যিনি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন— তিনি বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়বেন। তবে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তার পদ বহাল থাকবে।

ওপেনএআই জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যে নতুন স্থায়ী সিইও খোঁজার কাজ শুরু করে দেবে।

চ্যাটজিপিটি বাজারে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন স্যাম অল্টম্যান। কামিয়ে নিয়েছিলেন বিপুল পরিমাণ অর্থও যশ-খ্যাতি। সেই থেকেই তিনি সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সবচেয়ে বড় মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ফলে তাঁর এই ব্যাখ্যাতীত প্রস্থান কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে অনেকটাই শঙ্কার মধ্যে ফেলে দিতে পারে। সূত্র: এএফপি

দেশসংবাদ/এমএইচ/এইচএন


আরও সংবাদ   বিষয়:  কৃত্রিম বুদ্ধিমত্তা   চ্যাটবট   চ্যাটজিপিটি   ওপেনএআই   স্যাম অল্টম্যান  


আপনার মতামত দিন
বন্ধ থাকার কারণ জানালো ফেসবুক
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 6 March, 2024
টিকটকে যোগ দিলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 12 February, 2024
ইন্টারনেটের গতিতে এগিয়েছে বাংলাদেশ
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 10 February, 2024
যে কারণে ৯০ মিনিট বন্ধ ছিল চ্যাটজিপিটি
তথ্য-প্রযুক্তি ডেস্ক
Thursday, 9 November, 2023
কথোপকথন গোপন রাখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
তথ্য-প্রযুক্তি ডেস্ক
Tuesday, 10 October, 2023
সিঙ্গাপুরে চলে আসা ছাড়া উপায় ছিল না
দেশসংবাদ ডেস্ক
Monday, 21 September, 2020
বাংলাদেশ ছেড়ে গেলেন ড. বিজন কুমার শীল
দেশসংবাদ ডেস্ক
Sunday, 20 September, 2020
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up