Published : Wednesday, 4 November, 2020 at 6:25 PM
সাবেক এমপি দেলোয়ার হোসেন খান’র ইন্তেকাল
বীর মুক্তিযোদ্ধা, সাবেক এম.পি এ্যাড. দেলোয়ার হোসেন খান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টা ২০ মিনিটে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএফএল) এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, আত্মীয়-স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর পলাশ উপজেলার ডাঙ্গা হাইস্কুল মাঠে প্রথম জানাযা, পরে একই এলাকার ভিরিন্দা নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়।
জানাযায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান