ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সিজার আলী সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পল্টন থানা ছাত্রদলের সদ্য সাবেক এই সহ-সাংগঠনিক সম্পাদক শুক্রবার দুপুরে সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের বাড়িতে এলে তাকে আন্তরিক প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ছাত্রদল নেতা সিজার আলী জানান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক সহ তার জন্মস্থান আদমদীঘি ও সান্তাহারে যারা সব সময় তাকে রাজনীতিতে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্থানীয় বিএনপির পক্ষে এই ছাত্রদল নেতার সাফল্য ও দীর্ঘাযু কামনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহাফুজুল হক টিকন, এস.এম আখতারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, স্বপন, আলম, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন প্রমূখ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান