সমগ্র বাংলাদেশ এসএসসি ১৯৮৮ ব্যাচের সামাজিক সংগঠন এসএসসি ৮৮ বিডির উদ্যোগে আলোচনা সভা গত রবিবার রাতে সান্তাহার পৌর শহরের পার্শ্বে মল্লিকা ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠনটি সমগ্র বাংলাদেশের ১৯৮৮ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। করোনা লগ্নেও তাদের সংগঠনের ভূমিকা প্রশংসনীয়।
রবিবার রাতে নওগাঁ হোটেল মল্লিকা ইন- এ অনুষ্ঠিত সংগঠনের ফেসবুকের গ্রুপ এডমিন, মোডেরেটর ও গ্রুপের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এ সময় গ্রুপ মোডেরটর লছমী প্রসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন আরশাদ খাঁন, এডমিন রুহুল কুদ্দুস রুবেল, এডমিন তারিক জামান, গ্রুপ মোডেরটর মিজানুর রহমান টিটো। এ সময় সামনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন নুরুজ্জামান বুলবুল, জালাল হোসেন, নিসরুল হামিদ ফুতু, সামলা বেগম চাঁপা খন্দকার প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান