শিরোনাম: |
সারোয়ার আলমকে বদলির অন্য কোনো কারণ নেই
দেশসংবাদ, ঢাকা
|
সারোয়ার আলমকে বদলির অন্য কোনো কারণ নেই র্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে গত ৯ নভেম্বর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। তিনি জালিয়াতি, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সারোয়ার আলমকে বদলি করার নেপথ্যে কোনো কারণ আছে কি-না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘নেপথ্যে কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা; দেখেন আমার পিআরও আজ এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন, এটাই নিয়ম। আমাদের সেক্রেটারি (সচিব) সাহেবরা বদলি হয়ে যাচ্ছেন। আমাদের জয়েন্ট সেক্রেটারিরা প্রমোশন পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এটাই সরকারি নিয়ম। সারোয়ার আলম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট সাহেব অনেক দিন ধরে ওখানে ছিলেন। তিনি হয়তো আরও ভালো জায়গায় যাবেন, ভালো জায়গার জন্য অন্য জায়গায় সরবেন, তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। দেশসংবাদ/জেএন/এসআই
|
আপনার মতামত দিন
|