Published : Monday, 23 November, 2020 at 11:30 AM, Update: 23.11.2020 11:35:36 AM
জামাল মুন্সী
মাদারীপুর জেলার ঘটকচর নিবাসী, ইতালি প্রবাসী মাদারীপুর ছাত্রলীগের সাবেক নেতা, হাস্যোজ্জ্বল প্রাণবন্ত পরোপকারী আলোকিত মসৃণ ও কোমল মনের মানুষ জামাল মুন্সী ২২ নভেম্বর রবিবার সন্ধ্যায় বাংলাদেশের মাদারীপুরের মোস্তফাপুর মহাসড়কে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ইতালির ভিসেন্সা নামক শহরে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি তার দেশের বাড়ি মাদারীপুরের ঘটকচরে এসে বসবাস করছিলেন। তার মৃত্যুতে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে মিলান বাঙলা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান