শিরোনাম: |
রূপগঞ্জে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
দেশসংবাদ, রূপগঞ্জ
|
রূপগঞ্জে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পৌর বাজারে এ কর্মসূচী পালন করা হয়। র্যালী শেষে কাঞ্চন পৌর পার্কে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, পৌরসভার প্যাণেল মেয়র পনির হোসেন, সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, আলী আকবর আবির, কাউন্সিলর মফিকুল ইসলাম খাঁন, মোহাম্মদ হোসেন, মাঈনউদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, ইউসূফ আলী, মোস্তফা মোল্লা, প্লাবন দেবনাথ প্রমুখ । এসময় মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, সারা দেশেই দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারন করছে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মুখে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। হ্যান্ড স্যানিটজার ও সাবান দিয়ে হাত নিয়মিত পরিস্কার করতে হবে। দেশসংবাদ/এসআই
|
আপনার মতামত দিন
|