শিরোনাম: |
জীবননগরে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা
জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা)
|
জীবননগরে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশের একটি টিম। জীবননগরে মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জানান, জীবননগর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে মাস্ক না পড়ার কারনে ২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা কালে তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। সেই সাথে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করে বলেন সরকারি নির্দেশনা অমান্য করে বিনা কারণে জনসমাগম করলে এই অভিযান অব্যাহত থাকবে। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন |
আপনার মতামত দিন
|