Published : Tuesday, 24 November, 2020 at 12:44 AM, Update: 24.11.2020 12:47:10 AM
এএসআই মনিরুজ্জামান
রংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, ফেন্সিডিল ও নগদ টাকাসহ পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার (২৩ নভেম্বর) সকালে নগরীর ঠিকাদার পাড়ার মিলন এর বাড়িতে অভিযান চালিয়ে কুডিগ্রাম জেলায় কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় মিলন নামে এক বেক্তির বাড়িতে অভিযান চলিয়ে ৬তলা ভবনের ৪র্থ তলা থেকে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ১ বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহ কুড়িগ্রামে কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, এর আগে মাদক সেবন ও মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়ে এএসআই মনিরুজ্জামানকে। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে মনিরুজ্জামানকে ক্লোজড অবস্থায় রাখা হয়েছে।
এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে রংপুর নগরীর ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ঠিকাদার পাড়ার যে বাড়ি থেকে এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বাড়ি মালিক একজন হিজড়া, নাম মিলন মিয়া।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান