সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুরের ঘোপঘাট গ্রামে সনাতন সম্প্রদায়ের ওপর হামলা ও গৃহে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১১টায় ঘোপঘাটের স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করেন৷ এসময়ে এক শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
জানা যায়, গত কয়েক দিন ধরে মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের এই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর রাতের আধারে পরিকল্পিতভাবে হামলা করছে। রীতিমতো অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না দেখে তারা হামলা ও নির্যাতন বন্ধে রাস্তায় নেমেছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, এই ধরণের ষড়যন্ত্রমুলক হামলাকারীদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে বর্বরতা, অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইবুন্যালে বিচার করতে হবে।
উল্লেখ্য, পূর্বে-ই এ বিষয়ে মধুখালি থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন ভুক্তভোগী গ্রামবাসীরা।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান