শিরোনাম: |
খালের দায়িত্ব দু'সিটিকে দেয়ার সিদ্ধান্ত
দেশসংবাদ, ঢাকা
|
খালের দায়িত্ব দু'সিটিকে দেয়ার সিদ্ধান্ত তিনি বলেছেন, এক সময় খালের দায়িত্ব সিটি করপোরেশনের হাতেই ছিল পরবর্তীতে কোন এক সময়ে রাষ্ট্রপতির আদেশে ঢাকা ওয়াসার হাতে দেওয়া হয়। এখন আমাদের দু'জন মেয়র তারা খালের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভা এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রী বলেন, এখন সিটি করপোরেশন কিভাবে কাজ করবে এবং তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রমুখ। দেশসংবাদ/বার্তা/এসআই
|
আপনার মতামত দিন
|