Published : Thursday, 26 November, 2020 at 10:41 PM
বদরগঞ্জ পৌরসভায় রহস্যজনক চুরি
রংপুরের বদরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের কক্ষে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫নভেম্বর) রাতে ওই কক্ষের জ্বানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর হিসাব রক্ষকের টেবিলের ড্রয়ার ও আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করে চোরেরা।
এ ঘটনায় পৌরসভার হিসাব রক্ষক আশিকুর রহমান শুভ বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। যাতে তিনি উল্লেখ করেছেন- ব্যক্তিগত আট হাজার টাকা চুরি চলেও পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র অক্ষত রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলী বলেন, বিষয়টি রহস্যজনক। এর কারণ উদঘাটনে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে।
এদিকে পৌরসভার পাহারাদার সন্তোষ রায় জানিয়েছেন- রাতে পাহারার দায়িত্বে থাকলেও চোখে কোনকিছুই পড়েনি। এমনকি কানে কোন শব্দও ভেসে আসেনি। সকালে ঘর পরিস্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মীরা আসলে দেখতে পান কক্ষের পেছনের জ্বানালার গ্রিল কেটে কাগজপত্র তছনছ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান