গত বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়ে। এরপর রাতে তারা রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে বুলু ও তার পরিবার ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান