Published : Saturday, 28 November, 2020 at 1:40 PM
নেত্রকোনায় ভ্রমণকন্যার ৪র্থ জন্মবার্ষিকী পালিত
নেত্রকোনায় বৃক্ষরোপন, কেক কাটা, অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ সহ নানান আয়োজনে পালিত হয়েছে ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণ কন্যার ৪র্থ জন্মবার্ষিকী।
দিনটি পালন উপলক্ষে শুক্রবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে সংগঠনের নেত্রকোনা জেলার স্থানীয় ভলান্টিয়াররা এই কর্মসূচি পালন করে।
জাতীয় উদ্যোক্তা পুরুষ্কারপ্রাপ্ত শাহানা আক্তার পপি এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় দত্ত হাই স্কুল মাঠে তারা দুটি গাছ রোপন করে এবং দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।
জানা যায়, ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা একটি সামাজিক সংঘটন। নারীদের ভ্রমণ, ক্ষমতায়ন, সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে কাজ করে আসছে সংঘটনটি। দিনটি উপলক্ষে নানান আয়োজনে প্রায় ৫৬০০০ সদস্যের এই সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী একযোগে ৬৪ জেলায় পালিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান