শিরোনাম: |
এ এন এম ওয়ালীউরের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
দেশসংবাদ ডেস্ক
|
এ এন এম ওয়ালীউরের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগি ও সমাজসেবক এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লার উপর গত ২৫ নভেম্বর অর্তকিত হামলা চালায় কতিপয় সন্ত্রাসী। এরআগে গত ২০নভেম্বর রাতে আমপাল গ্রামের আলম ও মোসলেমের দোকানের সামনে মনির মাতাল অবস্থায় আসে তার সাথে যোগ দেয় বশির গং হামলা চালায়, শাররিক ভাবে লাঞ্চিত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ড্রেনে ফেলে দেওয়াসহ প্রান নাশের হুমকি দেয়। এরপর ২৫ নভেম্বর এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লা নেয়ামতকান্দি বাজারে গেলে মনির ও তার লোকজন নিয়ে গতিরোধ করে অস্র-সস্র নিয়ে প্রানে মেরে ফেলতে হামলা চালায়। এ সময় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে প্রানে বেঁচে যান তিনি। এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লা জানান, নিজ এলাকা ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ব্যবস্থা করেন এবং এলাকাবাসিকে ফ্রী ব্যবস্থাপত্র, ঔষধ, মাস্ক এবং গরিব ও খেটে খাওয়া মানুষকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে আসছেন। তাতে ঈর্ষান্বিত হয়ে ছালিয়াকান্দি গ্রাম নিবাসি মিজানুর রহমান মনির পিতা মৃত. আব্দুর রশিদ ও আমপাল নিবাসি বশিরুজ্জামান পিতা মৃত. আব্দুল আলিম সরকার গং তাকে প্রানে মেরে ফেলার চেষ্টা করে। একইসাথে এ.এন.এম ওয়ালীউর রহমান মোল্লার উপর হামলার ঘটনায় এলাকাবাসিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন। এদিকে, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যেমে এ বিষযে রিপোর্ট হওয়ার পর ওই ব্যাক্তি আবারো ওয়ালীউর রহমানকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি অবিযোগ করেছেন। দেশসংবাদ/এসআই
|
আপনার মতামত দিন
|