Published : Sunday, 29 November, 2020 at 7:52 PM, Update: 07.01.2021 10:45:33 PM
গাড়িবোমা হামলায় ৩০ নিরাপত্তা কর্মী নিহত
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় অনন্ত ৩০ নিরপত্তা কর্মী নিহত হয়েছেন। রোববার দেশটির মধ্যপ্রদেশ গজনিতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের পরিমাণ বাড়তে পারে। খবর-রয়টার্সের।
গাজনি প্রাদেশিক হাসপাতালেরর পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেন, সেখানে থেকে ৩০টি মৃতদেহ ও ২৪ জনকে আহত অবস্থায় তাদের হাসপাতলে আনা হয়েছে। হতাহত সবাই নিরাপত্তা কর্মী। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা।
গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন। দেশসংবাদ/জেআর/এসআই
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান