শিরোনাম: |
মোটরসাইকেল চুরির অপরাধে আটক ১
দেশসংবাদ ডেস্ক
|
মোটরসাইকেল চুরির অপরাধে আটক ১ মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, উত্তর বেরুবন্দ মসজিদের সামনে হিরো সাইন-১২৫ সিসি মোটর সাইকেল রেখে নামায পড়ার সময় বালাগ্রাম ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন মোটরবাইক চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া করলে ঐ এলাকায় বারোমাসি ঘাট নামক এলাকায় এসে সে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা তাকে মোটরসাইকেলে গিয়ে নিয়ে আসি। এঘটনায় জলঢাকা থানায় একটি মামলা করা হয়। মামলা নং-০৫, তারিখ- ০৮/০১/২০২১ইং। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় লেলিন নামে এক চোরকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেশসংবাদ/বার্তা/এসআই
|
আপনার মতামত দিন
|