Published : Sunday, 10 January, 2021 at 12:07 AM, Update: 10.01.2021 9:15:17 AM
লতিফ গাজী
চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে ২৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী লতিফ গাজীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সীমান্ত এলাকার মেদিনীপুর স্কুল পাড়ার মৃত নিজামুদ্দিন গাজীর ছেলে।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এস আই আনিসুর রহমান, এএসআই হাবিব, ইমামুল, সোহেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার রাতে ২৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী লতিফ গাজীকে গ্রেফতার করেন।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান