আয়েশা খানম কোন ব্যক্তি নন,সাধারণ মানুষের আদর্শ। সাদামাটা জীবনযাপন করতেন তিনি। জীবদ্দশায় মানুষের কল্যানে কাজ করে গেছেন এই মহিয়সী নারী। জাতির ইতিহাসে আয়েশা খানমের নাম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। জাতি কোনদিন তাকে ভুলতে পারবে না।
নারী আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের অগ্রসেনানী ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভুথান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। আয়েশা খানমের কর্ম যে কোন মানুষের জন্য অনুকরণীয়।
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের অজহর রোডে সংগঠনের কার্যালয়ে সোমবার আয়েশা খানম স্মরণসভা বক্তারা এ সব কথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শহীদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নারী নেত্রী সৈয়দা সামছুন্নাহার বিউটি, নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান