শিরোনাম: |
বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসায় হাবিপ্রবি ভেটেরিনারি ক্লিনিক
হাবিপ্রবি প্রতিনিধি
|
বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসায় হাবিপ্রবি ভেটেরিনারি ক্লিনিক বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসায় হাবিপ্রবি ভেটেরিনারি ক্লিনিক ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনাকের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ডা. মো. মোস্তাক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের নির্দেশে শীতকালীন এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরপর থেকে এই ক্লিনিক নিয়মিতভাবে স্থানীয় কৃষকদের গবাদিপশুর মাঝে সেবা দিয়ে যাবে। মূলত আমরা সেবাসমূহ ফ্রি দিচ্ছি। তবে কোনো অস্ত্রোপচার প্রয়োজন হলে প্রয়োজনীয় ওষুধ সমূহ সংশ্লিষ্ট ব্যক্তি প্রদান করতে হয়। পাশাপাশি ব্যবস্থাপত্রে লিখে দেয়া ওষুধ সমূহ তাদের কিনতে হয়। উল্লেখ্য যে, গত ১৭ মার্চের পর করোনার জন্য এ সেবা বন্ধ ছিলো। পুনরায় এ সেবা চালু হওয়ায় উপকৃত হওয়া স্থানীয় মানুষেরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh |
আপনার মতামত দিন
|