শিরোনাম: |
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ
ভজন দাস, নেত্রকোনা
|
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ এর আগে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা অনষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক মো: সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমূখ। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন মো.আলা উদ্দিন আলাল, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন আলহাজ্ব মো. জামাল উদ্দিন, সিপিবি থেকে কাস্তে মার্কা প্রতীক পেয়েছেন মো. শামছুল আলম খান ও ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীক পেয়েছেন মুহাম্মাদ আব্দুল মান্নান। এছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের প্রতীক পেয়েছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০হাজার ১৯ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৬ শত ৬৪ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৩ শত ৫৫ জন। দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh |
আপনার মতামত দিন
|