Published : Tuesday, 12 January, 2021 at 10:42 PM, Update: 12.01.2021 11:54:25 PM
মাদকের সাথে কোনো আপোষ নয়
মাদকের সাথে কোনো আপোষ নয়। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। আর এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব।
মঙ্গলবার বিকেলে তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে বিট পুলিশিং এর মাদক বিরোধী সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম।
বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, মাছিমপুর বাজার কমিটির সভাপতি আঃ বাতেন সরকার রেনু ভান্ডারী, সাধারণ সম্পাদক হাসান বশির, আওয়ামী লীগ নেতা গাজী সিরাজুল ইসলাম, সালাম মাষ্টার, মুনসুর আলী মেম্বার, কামাল মেম্বার, মোবারক হোসেন, হাসান মাহমুদ অপু ও আনিছ সরকারসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান