Published : Wednesday, 13 January, 2021 at 1:31 PM
নেত্রকোনায় চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোনায় আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে শুরু হওয়া জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
কর্মশালায় উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বর্হিভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮ থেকে ১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে আলোচনা করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান