Published : Wednesday, 13 January, 2021 at 8:44 PM
নেত্রকোনায় কম্বল পেল সংবাদপত্র বিক্রেতারা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কম্বল বিতরণ করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০জন সংবাদপত্র বিক্রেতাসহ (হকার) শতাধিক মানুষের মাঝে এই কম্বল দেয়া হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান শীতার্ত হকার ও সাধারণ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. শরফুল হক, সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন,সম্পাদক শ্যামলেন্দু পাল, সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি হিরন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান রহমান জানান, জেলা সদরসহ ১০ উপজেলায় শীতার্ত অসহায় গরীব মানুষের মাঝে প্রায় ৭০ হাজার কম্বল দেয়া হচ্ছে। ওই সমস্ত কম্বল মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান