Published : Wednesday, 13 January, 2021 at 9:58 PM
ইসলামপুরে ইসলামিক রিলিফের সবজি বীজ বিতরণ
জামালপুরের ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের বস্তবায়নে ও আইআর কানাডা অর্থায়নে কোভিড-১৯, মৌসুমী বন্যা-২০২০ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি জন্য পুনঃ বাসন প্রকল্পের আওতায় সব্জী বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের ইসলামপুর অফিসের প্রকল্প ব্যবস্থাপক সুশান্ত চন্দ্র দে, কুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবায়দুর রহমান বাবু, কুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম হাসমত, ইসলামিক রিলিফ প্রকল্প কর্মকর্তা সাহারুল আলম, সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী, নিজাম উদ্দিন, তুহিন মিয়া, তারেক রহমান ও খান মো: আবুল মুছা।
এসময় কোভিড-১৯, মৌসুমী বন্যা-২০২০ক্ষতিগ্রস্থ ৩৫০জন উপকার ভোগীকে পুইঁশাখ, মিষ্টি কুমড়া বীজ, ডাটা বীজ, লাল শাখ বীজ, বেগুন বীজসহ সাত প্রকার সব্জী বীজ, তিন প্রকার সারসহ ও দুই ধরণের নিরানী ও পানি ছিটানো চাষ উপকরণ দেওয়া হয়।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান