সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে পৌর এলাকার গাড়ামাসীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নারিকেল গাছ মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গাড়ামাসী প্রাইমারী স্কুলে পথসভায় সাকোয়াত হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন,আগামী ১৬ তারিখে আমাকে নারিকেল গাছ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর আমাকে নির্যাতনের উচিত জবাব দিবেন।
পৌরসভার অন্যায় দূর্নীতি রুখতে আমাকে একটি বার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে পৌরবাসির সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের পবিত্র ভোটের মার্যাদা অক্ষুন্ন রাখবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ছাত্রনেত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি সুমা ইসলাম। তিনি বলেন, রেজা মেয়র হলে আপনাদের পাশে থাকবে। রেজা জনপ্রতিনিধি না হয়ে করোনা কালে পৌরসভার অসহায় দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। তাই আপনারা রেজাকে নারিকেল গাছ মার্কায় একবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। রেজাকে পাশে পাবেন, আমাকে পাবেন সাথে উপজেলা চেয়ারম্যানকেও পাশে পাবেন।
এ সময় আরও বক্তব্যে রাখেন,আজিজুল হক খাঁন ঘোষন, রাতুল ভূঁইয়া,আবু সামা দুদু, বাদশা, প্রামানিকসহ অত্র পৌরসভার ভোটারবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান